প্রচারেই প্রসার বানিজ্যতে এই মন্ত্রটাই সার
কর্পোরেট বেনিয়াদের পন্যসম্ভার
রঙেঢঙে গুনাবলী বর্ণনা হয় তার।


চক্ষু মেলে যে দিকে থাকাই
চোখে পড়ে বিজ্ঞাপনের ঝলমলে রোশনাই,
আসল কিবা নকল সে দিকে হুসনাই।


যুগের হুজুগে মডেল কন্যাগন
পন্যের সাথে অঁঙ্গ শোভা করেন বিপনন।
লাজে মরে যাই মানবিক মুল্যবোধটা বিজ্ঞাপনে নাই।


নারী যে মানুষ,নহে কোন বিজ্ঞাপনের পন্য, বানিজ্যপতিরা বুঝি করেননা তা গন্য?
তারা মাতা কন্যা ভগিনী
পুরুষের সহধর্মিনী,রূপেগুনে অনন্য
জগতে কখনো তাঁরা নহেন যে নগন্য।