তুমি তৃপ্তি খোজ রোজ,
প্রচারে প্রসারে।
নিজস্বতা খুজে চলো,
লুকিয়ে লুকিয়ে।
যা হারিয়ে ছিলে কালে,
গত ২৫টি বছরে।
ফিরে পেয়েছো প্রচারে,
সংগঠনে উষ্ণে।
খবরে পরে তুমি প্রচারে,
ফেসবুকে দিয়ে।
হেমায়ত প্রকাশনি নাকি,
গ্রুপে বই ছাপে।
ভাবছি লেখক তৈরি করব,
প্রকাশনি প্রচারে।
ফেসবুক তো আছে সাথে,
কতশত লেখা।
প্রকৃত লেখক ঘুমে,
নিরবে হৃদয়ে।
সমাজ বদলে যায়,
তার সে কলমে।
ভেবে ছিলাম যে আমি
তুমি তেমনি হবে।
সুনামে জন্য লেখো তুমি,
মুখে বলে নীতি।
আদর্শ যে জলে ফেলে,
আর কি যে ঘটে।
হেমায়ত প্রকাশনির যে,
সম্পাদক হলে।