তবে হারিয়ে যাই—
ফানুস ভেবে উড়িয়ে দেও,
রাতের আকাশে আলোর কবর।
হই না তবে—
চিঠির নৌকা; জলে ভাসাও,
রুদ্ধ কথার মুক্ত বিদায়।
যদি না-ই বাসলে ভালো তবে
বিদায় বেলা হাসিমুখে দিও বিদায়।