শুনেছো? তোমার কবি মরে যাবে!
তার আর সইছে না যে;
চুলগুলো, সাথে এবার মাথাও বুঝি এলোমেলো।
আরে না, দেহত্যাগ নয় তো;
দেহের মায়া ছিলই না তো!
কবি নাকি হারিয়ে ফেলেছে;
নিজেকেই হারিয়েছে!
বলে নাকি—
“কবিতার আগুনে পুড়েই হবো ছাই,
ফিনিক্স পাখির মতো জন্মাব আবার।”