রাস্তায় দৌড়াচ্ছিলাম, ঠা ঠা রোদ্দুর!
দাঁড়িয়ে হাপাচ্ছিলাম, কী যে তৃষ্ণার্ত!
চোখের জলে ভাসতে ভাসতে,
হাসতে হাসতে ভুল কারণে।
দেখে বললে : পাগল নাকি!
আমি বলেছি : সেটাই বুঝি।
আবার ছুটে চলেছি, ঘুরছি ভুল সময়ে;
এর ওর মন হয়ে ছুটে চলা, কেউ দেয়নি ঠাঁই।
এই মহাকালের নিচে, ছুটি মরীচিকার পিছু;
চোখের জলে ভাসতে ভাসতে,
হাসতে হাসতে ভুল কারণে।