আজ এই বিকেল বেলায়
বলেই দেবো অবাধ্য কোনো ভাষায় :
সেই রাতে কেঁদেছিল ভায়োলিন।
কত সময় হারিয়ে গেল;
তবু কত কথা বলা হলো না!


আজ এই চায়ের আসরে
আমি বলেই দেবো :
ক্ষুধার জ্বালায় মরে কত প্রাণ।
কত ধারা এলো-গেলো!
তবু এই প্রাণ নাশ শেষ হলো না।


আজ এই অসীম একাকী প্রহরে
বলি সবাই হতাশ বুলিতে :
কত আশা ঝড়ে উড়ে যায়!
তবুও আশায় মহাকালের মায়াবী পাতায়
আমরা যত্ন করে স্বপ্ন আঁকাই।


অভিযাত্রিক-২০২৪