সুর আছে,ছন্দ আছে,আছে কোয়েল এর গান
  নদী আছে,ঝরণা আছে,আছে সবুজের প্রাণ।
যদি একমনে তাকিয়ে দেখ আকাশের পানে
  মেঘের রূপে পাবে তুমি কাল্পনিক মানে।
কানপেতে শোন যদি বাতাসের ধ্বনী
  মন তোমার ভরবেই ভরবে এই আমি জানি।
শুনবে যদি নদী বয়ে যাওয়ার কলকল রব
  দেখবে তখন ঘুঁচে যাবে মান-অভিমান দুঃখ-কষ্ট সব।
আবার,সবুজ সবুজ গাছে যখন হয় ফুলের আগমন
  গুন্জন সুরে শুরু হয়,মৌমাছি- ভ্রমরের সমাগম।
দেখলে কত লাগেনা ভালো নানা অপরূপ দৃশ্য
  প্রকৃতির, কত রূপেতে ভরা এই আমাদের বিশ্ব।
প্রকৃতি তুমি সুন্দর কত,অতুলনীয় তোমার বর্ণনা
  রাগ করে দাও গো কেন?
          নিজেই নিজেকে যন্এনা।।