ইচ্ছে করে,ইচ্ছেটাকে,ইচ্ছে করে রাখি
ইচ্ছে করে কাজের ফাঁকেউ উদাস হয়ে থাকি।


ইচ্ছে করে, ভিঁড়ে যাই ওই পাখির ভিড়ের মাঝে
ইচ্ছে করেই ফিরি ঘরে পাখির সাথেই সাঁঝে।


ইচ্ছে করে গান বাঁধি আজ,আপন মনের সুখে
ইচ্ছে করে  মেঘের ভেলায় ভাসি আকাশের বুকে।


ইচ্ছা করে ফুঁটে উঠি আজ ফুলের কুঁড়ির মতই
রৌদ্রু মাখা জলে ডুব দেই,পানকৌড়ির মতই।


ইচ্ছা করে, ইচ্ছে করেই লুকিয়ে যাই কোথাও
ইচ্ছে করেই দেবনা ধরা খুঁজুক না যে কেউ।


ইচ্ছে যদি পায় গো আজ সত্যিই ইচ্ছে ডানা
ইচ্ছে গুলির ইচ্ছে পুরনে নেই তো আর মানা।