হঠাৎ একদিন ঝরছে বাদল ধারা, চারিদিকে নির্জন,,
দাড়িয়ে আছি বেলকুনির দু প্র‍ান্তরে শুধু আমরা দুজন।


প্র‍থম আলাপ তখনই, কথায় নয় সাদা চিরকুটে,,
বড্ড ভাল লাগা তৈরী হল তাহার সহিত সাক্ষাতে।


অদ্ভুত অনুভব হল জাগ্রত কষ্টগুলো ভুলিয়ে দিয়ে,,
স্বপ্ন দেখলাম আবার প্র‍থম থেকে নতুন করে।


এখন আমার খোলা মাঠ, বিস্তর ফুলের বাগান আমার বেলকুনি,,
তাকেই ভালবাসি, তাকেই ভাবি কারণ এখন সেই আমার চির সঙ্গী।


বেলকুনির প্র‍েম যেন এক অদ্ভুত অনুভূতি,,
তবুও প্র‍থম প্র‍েম যেন কষ্টের মাঝেও বড়ই মধুর মাধুরী।।