দূরে খুব দূরে শুনি ভালোবাসার শব্দ,,
হলদে বাতাসে উড়ে মৃদু সব ছন্দ।।
বসে আছো নদীর জলে ভিজে চরণ খানি,,
স্নীগ্ধ পবনে উড়ে কৃষ্ণলতা দেখে শূণ্যে ভাসি।।
তোমার পবনে উড়ে ছেড়া পাখির পালক,,
তোমাকে দেখতে ইচ্ছে করে ভীষণ সদা অপলক।।
হৃদ চিত্তে বাজে শুধু তোমারি গান,,
চাই শুধু ভালবাসতে তোমায় চিরদিন অম্লান।।
আমার একাকিত্বের সঙ্গী ওগো কল্পনার তুমি,,
কুয়াশার চাদর ছিড়া দেখ এই যে আমি।।
বিকেলের সূর্যের আলোয় আজ আমি দেখেছি তোমায়,,
সুপ্ত নগরি আজ তব তোমাকে ভাবায়।।
লিখিলাম আজকে নতুন পঙ্‌ক্তি মালা,,
আমার সকল সপ্নগুলো শুধু তোমাকে নিয়েই গাঁথা।।
আজ এই অবেলায় বসে আছি দূর পাহারের চূড়ায় ,,
লিখছি অনেক গল্প,আঁকছি অনেক স্বপ্ন শুকনো পাতায়।।
ভালবাসি বলেছি তোমায় কবু কল্পনায়,,
জুঁইয়ের সুবাস ভরা হেমন্তের এই ভাবনায়।।
তুমি নিক্টান্থেস আর থাকো সারা রাত,,
আকাশকে চিঠিই লিখে জানিয়ে দিয়েছি এই আমি আজ।।
সুকলাঙ্গি, মালিকা____ শিশির ভেজা ঐ তোমার আকাশ,,
গিরেছে আমায় আজ তোমার স্নীগ্ধ কোমল বাতাস।।