আমি দেখেছি তাকে, সে বসে আছে ঐ পাহাড়ের চূড়ায়,,
হঠাৎ সে চমকে উঠে, আর চারিদিকে চোখ মেলে তাকায়,,
তখন দেখলো তাকে দেখে মিটি মিটি হাসছে ঝরনার স্নিগ্ধ মায়া।।
আর তাকে ছোঁয়ে যায় ঐ আকাশের উড়ন্ত শকুনের ছায়া।।


আমি দেখেছি তাকে, সে বসে আছে পরীকুন্ডের পাড়ে,,
হঠাৎ সে দাড়িয়ে পড়ল, এই বুঝি সে হারাতে চায় ঐ ঝরনার অদূরে।।
সে কাছে যায় তার, আর কুড়িয়ে আনলো পুলকিত গায়ের স্নিগ্ধতা,,
আর ছোঁয়ে দিল সে, তার মনের পরশের অপূর্ণতা।।


আমি দেখেছি থাকে, সে বসে আছে মাধবী প্রবাহের তীরে,,
হঠাৎ সে উঠে দাড়াল,এই বুঝি সে ঝাপিয়ে পড়বে ঐ প্র‍বাহের জলে।।
ঢেলে দেবে তার সকল শোক, সুষম প্র‍বাহের ধরায়,,
আর তখনই দেখলো সে বেলা হয়েছে অনেক, পূর্বে অনেক লম্বা হয়েছে তার ছায়া,
তাই ছেড়ে যেথে হবে তাকে অনেক দূর, সেকালের স্বপ্ন মায়া।।