ভোরের শিশির বিন্দু কোলাহলে নির্জীব,,
ঠান্ডা পাহাড়ি বাতাসে নিবু নিবু প্র‍দীপ।।


কুয়াশার কাফন ছিড়ে বেরিয়ে অাসে রক্তিম সূর্য,,
শিশির কণায় অান্দোলিত এক গুচ্ছ অালোক রশ্মি যেন বিচিত্র সৌন্দর্য।।


শিশিরের পরশে সতেজ বৃক্ষরাজি,বাহারি ফুল অার ফল,,
খাবারের সন্ধানে খাঁচা থেকে মুক্ত রাজ হাঁসের দল।।


খেজুর রসের মধুর গন্ধে ঘুম থেকে জেগে উঠি ভোরবেলা,,
গাঁয়ের বুক চিরে জেগে উঠা মেঠোপথ যেন শিশির ভেজা।।


খুলা অাকাশের নিচে হলুদ রঙের সরিষার চাদর বিছানো,,
শীতের গাঁ যেন বিধাতার হাতে অল্প আলতো করে গুছানো।।


নির্জনতার প্র‍হর শেষে কুয়াশার চাদর সরিয়ে উঠে সোনালি রবি,,
স্নিগ্ধ শীতলতায় অপরুপ সুন্দর গাঁয়ের শীত সকালের ছবি।।