আজ আমার সর্বনাশ করে ফেলো,
আমার বুকের মধ্যে অনন্তকাল ধরে 
হৃদপিন্ডের মতো মিশে থাকা বস্তুুটাকে 
নিমিশেই তোমরা আজ ছিনিয়ে নাও।
এভাবে অর্ধেক মরে গিয়ে
বাকি অর্ধেক বেঁচে থাকার মাঝে 
তেমন কোন আনন্দ নেই।
অথবা আমায় ফাঁসি দাও 
কিংবা নির্জন কোন গ্রহে নির্বাসন।
তবু তোমাদের এই বিভত্স পৃথিবীতে 
আমি আর একটি মুহুর্ত ও থাকতে চাই না।


যে পৃথিবীতে প্রতি সেকেন্ডে একটি করে
শিশু ধর্ষিতা হয়, 
খুন হয় হাজার হাজার কথিত মানুষ।
যে চরমপত্রে লুন্ঠিত হয় ন্যুব্জ বোবা আকাশ,
সেই ধ্বংস্তুপ পৃথিবীর কোলে বসে 
দয়া করে আজ আমায়, 
গৌতমবুদ্ধের বাণী শেখাতে এসো না।


যাদের ড্রইংরুম, রাতের ক্লাব আর রাজনীতির মঞ্চ 
প্লুটোনিয়ামের গন্ধে বিপুল উৎসবে নৃত্য করে।
যাদের পবিত্র বাইবেল
দুই লক্ষের ও অধিক বার সেলাই হয় পরিচিত মর্গে।
যাদের অর্থনীতি তাজা হয়, অস্ত্র বিক্রির টাকায়।
যাদের হাত এখনো ভিজে আছে,
বিশ কোটি নিরীহ মানুষের রক্তে পোঁড়া দাগে।


সে পরিত্যাক্ত বাইবেলের নগরীতে বসে
দয়া করে আজ আমায়
মানবতার কথা বলতে এসোনা।
শান্তির পথে আসো
আলোর পথে আসো
অথবা আমায় ফাঁসি দাও
কিংবা নির্জন কোন গ্রহে নির্বাসন!