আজ থেকে আমি মানুষ নই - যারা কলুষিত,
সামাজিক জীব নই যে সমাজ এখনও অন্ধ;
সম্মান দিতে অপারগ নিষ্পাপ মায়ের জাতিকে।
বিবেক হতে চায় সেই প্রতিবাদীর বিদ্রোহী ভাষা
মহাকালের মহামানব মানবীদের নবদূত,
তনুমনে হতে চাই ধর্ষিতা নারীর উত্তর।
জ্বালিয়ে দেবো মূর্খ সমাজের সকল কলঙ্ক;
অপলকে চেয়ে রবো না, হবো না নীরব পাঠক
শান্তি বিলাতে গাইবো কোরাশ দুয়ারে দুয়ারে;
শিখবো এবং শিখাবো অজ্ঞদের নতুন ধরায়।
অশ্রুজলে ভাসবো না, দুঃখের নদী হয়ে বাইবো না
শুভশক্তির মিছিলে ভরাবো এ রাজপথ
ছিনিয়ে আনবো নবীন সূর্য থেকে রামধনু রঙ।
কাপুরুষের পায়ে পিঁপড়ের ন্যায় থেঁতলে যেও না,
গড়ো নতুন ধরা যুগযুগান্তরে হে মানুষ।
ব্যানারে প্ল্যাকার্ডে উড়াও জাগৃতির নিশান ...
শিক্ষার আলোয় দূর করো এ ধরিত্রীর আঁধার।
তেলে জল মিশানোর বৃথা চেষ্টা করো না,
ব্যর্থতার গ্লানি বয়ে এনো নাকো নিত্য।
উচ্চ শিরে নব হুংকারে জেগে ওঠো তবে -
ধর সত্যের পথ নিরন্তর ...