তুমি আমার আকাশচন্দ্র
জ্যোৎস্নামাখা আলো
তোমার ছোঁয়ায় যায় যে কেটে
আঁধার ঘরের কালো ।


বাঁকাঠোঁটে বাজাও তুমি
মোহন বাঁশির সুর
তোমার প্রেমে যাই যে ভেসে
দূরের থেকেও দূর ।


দিনটা আমি শুরু করি
তোমার কাব্য পড়ে
দুঃখবোধের সরলতা
আমায় আকুল করে ।


সকালবেলার চায়ের কাপে
দেখি তোমার মুখ
পরান খানি জুড়ায় তাতে
প্রাণে লাগে সুখ ।


তোমার হাসি ভালোবাসি
ওগো সোনাপাখি
যতন করে এই পরানে
আগলে তোমায় রাখি ।