১. হাতে ধরলেই করোনা
    সাবধান হও সবে
   কেউ কাউকে ধরোনা।


২.  সম্পর্কের অযত্ন নয়
       সময়ের কাছে
    নিজেকেই হার মানতে হয়।


৩. মনের মানুষ রয়
    হৃদয়ের কাছাকাছি
    থাকুক  বহুদূর।


৪. করোনা ভাইরাস
    সংক্রামণের হাতিয়ার
    হলো স্পর্শ।


৫. কিছু সম্পর্ক
     চিরস্মরণীয় হয়
     থাকুক বিতর্ক।


৬.  সৎ থেকো সদা
     নিজগুণে জ্বলে উঠো
     তুমিই হও প্রিয়ংবদা।


৭.  আজকে যা রঙিন
      ক্ষানিকপর সাদা-কালো
     দুঃখময় সুখহীন।

৮. মানুষ জীবন হয়
    এই পৃথিবীর ক্ষনিকের,
    আসল পরকাল।


৯. কর্মহীন জীবন
    অলসতার রাজপ্রাসাদ
    দেই যদি আদর।


১০. তর্জনীটা কার
     শেখ মুজিবুর রহমান
     সেই জাতির পিতার।