এই তো খানিক আগেই দেখেছি
অনর্গল বলছিল কথা মৃদু হেসে
জীবনের কথা,পরাণের ব্যথা
চোখ ছিল দীপ্যমান ,চাঁদের ন্যায়।


দেখছিল আগামীর সম্ভাবনার স্বপ্ন
দিশিদিশি ছড়াচ্ছিল আশার বাণী
অপলকে তাকিয়েছিল ভক্তরা।


মুঠোফোনে নিচ্ছে খবর প্রতি মুহূর্তে
অচেতন সেই লোকটির জ্ঞান ফিরলো কিনা?


মানুষ বড় অসহায় বিধাতার কাছে।
জেনে শূনে তবু কেন এতো লালসা বুকে
ক্ষমতা ,অর্থ-বিত্ত ,চাই চাই চাই...
হায় !আমি কি মানুষ ? নাকি অন্য কিছু!