প্রিয়তিরা আসে সহজ সরল বিমল প্রেমের
পসরা সাজায় অন্ধকারের দীপ হয়ে,
নিশীথে নিয়ন বাতি জ্বালিয়ে তুলসী মঞ্চে  
সবটুকু দেয় উজার করে যা আছে হৃদে।


প্রভাত-দুপুর,বিকেল-সন্ধ্যা, নিশীথিনী হয়ে  
চাতকের ন্যায় তাহারে ভুলিয়া অঝোরে কাঁদে,
খুঁতখুতেঁ ভাব, মনের আকাশে তুলে তান্ডব
আছড়ে পড়ে অভিমান মন মসজিদে।


আবারও যদি ঘুরেফিরে আসে,হাতে হাত রাখে    
নয়নে নয়ন মনেতোলা ধূসরতার পাল,
বিরহের ধ্বনি,ঢাকির ঢোলের বাদ্যের তাল
মিলিয়ে হাঁটার প্রচেষ্টা রবে নিরন্তর যা
নিতান্তই কঠিন।