থাকনা পড়ে সৃষ্টি
ঝরে যদি বৃষ্টি
মায়ার বাঁধন ঘিরে
আসব আবার ফিরে ।


ছদ্ম কোনো বেশে
এলোমেলো কেশে
মনের দুয়ার খুলে
বুকে নিও তুলে ।


মান কর না তখন
বন্ধু পরম রতন
দিনের শেষে বাঁশি
বাজুক রাশি রাশি ।


রইব চাঁদের পানে
জ্যোৎস্নার কোনো স্নানে
মৃদু হাসি হেসে
দেখো ভালোবেসে ।


(বি:দ্র : কবিতাটি প্রিয় কবিবন্ধু গোলাম রহমান কে উৎসর্গ
করা হল ।)