গগন তলে কোন সে ছলে
ডাকে কুহু সুরে
আষাইঢ়া বাতাস ভাসায় রে ,
মন না রয় যে দূরে।


হৃদয় ছুঁয়ে দেয় সে আমার
উপমারই ছলে
রঙিন স্বপ্ন আঁকে নিত্য
মধুর  কথা বলে।


একলা একলা গোঁমরে কাঁদে
যেন ঘরে বন্দী
দুখের নদী পাড়ি দিয়ে
চল না করি সন্ধি।


( বি :দ্র : কবিতাটি প্রিয় কবি কবীর হুমায়ূনের ‘ আয় প্রিয়তি ! মন দরিয়ায় ’ কবিতায় মন্তব্য করতে গিয়ে সৃষ্টি ।তাই এই সামান্য প্রয়াস খানি কবিকেই উৎসর্গ
করলাম । )