হাঁটতে যে শিখেছি বাবা
তোমারি  হাত ধরে;
ছায়া হয়ে মাথার উপর
রেখেছ ছাতা ধরে।


রূপকথার কতো যে গল্প
শুনেছি রাত জেগে;
চুমি দিয়েছ গাল ভরে
ঘুম পাড়ানোর আগে।


মাছের কাঁটা বেছে দিতে
ব্যথা পাবো বলে,
খুঁজি তোমায় পাই না বাবা
কোথায় গেলে চলে?


নির্জনেতে বসে আছো
ভুলছো যে আমারে;
নতুন বই ঘরে যে আনি
দাও না, মোড়ট করে।


ভাতের ভেতর সবজি দিতে
লুকোচুরি করে,
তাই তো তোমায় ডাকি কতো
এসো না গো ফিরে।


চিরশয্যায় আছো শুয়ে
উঠো না যে ভোরে;
রোজ ভোরে আমি উঠি,
কে বা কোরান পড়ে?


আজ যে তোমারি বিদায় দিন
অশ্রু জলে ভাসি;
আদর করে কেউ বলে না
তোমায় ভালোবাসি।