ভাই হারালো বোনের আদর
মা হারালো মেয়ে
ঘর বন্দীর চাকরি গেলো
দেখলো চেয়ে চেয়ে।


বাপ হারালো ছেলেরই ডাক
বোন হারালো ভাই,
ঘরে ঘরে এসব দেখে
অস্থির হয়ে যাই।


সন্তানেরা মা হারালো
বাবার গেলো স্ত্রী
বড় সাহেব পুঁজি সেরে
হলো যে মিস্ত্রি।


পড়া থেকে ঝরে পড়লো
কচি কচি মুখ,
এভাবে আর কয়দিন যাবে
যাবে কবে দুখ।


ভাল্লাগে না ভাল্লাগে না
করছি আর্তনাদ
বিধি এবার রক্ষা করে
জানাই ফরিয়াদ।