সময়ের ভাঁজে ভাঁজে বয়ে যায়
ফেনিল সমুদ্রে ভালোবাসার
চিরন্তন বাণী, ভালোবাসি প্রিয়।  
আবারো কী পাবো ফিরে,
মনাকাশের নীচে একাকী
নিঝুম প্রহরে!


অভিলাষে গা ভাসাই বুকের
গভীরে গহিন ব্যথার নীল
রঙ মেখে। খুঁজে ফিরি নিশিদিন
আকাশ পাতালে, করোনার
কষাঘাতে জর্জরিত জীবন
নিয়ে করুণ বাস্তবতায়।


বিরহের সুর বাজতে বাজতে
ক্লান্ত পথিকের মতো এলিয়ে দেই
তনুমন দীর্ঘ নিঃশ্বাসে।
ভালো না লাগার বিশাল পাহাড়ে ;  
নিস্তব্ধ সময় এভাবেই বয়ে যায়  
দুর্গম প্রান্তে।