সময়ের চেনা গলিতে গলিতে
তোমারই ছোঁয়া প্রেমময় বাণী
বোধের চিহ্ন প্রায়ই ভাবায়।
তোমার না বুঝা কষ্টের অতীত
আমাকেই ছোঁয়,হৃৎপিণ্ডের
অলিন্দে বাজে বিরহের সুর।


কভু কী ভেবেছো তোমার জন্য
এই মন কাঁদে!  জানি আগাছারা
তোমাকে আঁকড়ে ধরেছে একাকী।
আমার কষ্ট তোমার জন্য
বুঝলে না তুমি স্বার্থপরকে
যারা যুগে যুগে পরিচিত মুখ।