উড়ছে নিশান ঘুরছে চাকা
চলছে সোনার দেশ
পদ্মাসেতুই মানেই এখন
সোনার বাংলাদেশ।।


আমার এ-দেশ জড়িয়ে থাকে
লাল-সবুজের বেশ
এবার সবাই বলবে তারে
‘পদ্মাসেতুর দেশ’।।


পদ্মাসেতু বহুমুখী
ঘোচায় পথের ক্লেশ
এপার-ওপার মিলিয়ে দিয়ে
মেটায় হিংসা-দ্বেষ।।


পদ্মাপাড়ের মানুষ আহা
বলছে যে ‘বেশ বেশ’
সারাজীবন থাকবে  মনে
এমন মধুর রেশ।।