বন্ধু আমি তারে বলি
যে পরম আপনজন
হাজার বছর দূরে থাকলেও
দেখলে ভরে মন।


ধনী গরিব নাই ভেদাভেদ
নিখুঁত হলো সেই ধন
পুলক জাগে তার হাসিতে
হয় না কভু পুরাতন।


প্রজ্বলিত আলো জ্বেলে
ডাকি নিশিদিন
খুশির জোয়ার লাগে প্রাণে
হোক সে যতোই হীন।


শোধ করা তো যায় না কভু
বন্ধুর দেয়া ঋণ,
তারই ব্যথায় হই যে কাতর
দুঃখে মন হয় পাথর।