ভোরের দক্ষিণা হাওয়ায় ভাসছিলাম
বাতাসের শনশন শব্দে; হঠাৎ উঁকি দিল।
চলার পথে সময়ের ভাঁজে;অসীম ভাবনারা হানা দেয়;
আনমনে ,উদাস প্রাণে এলোপাথারে উড়ছিলাম।


বৈশাখের ঘনকালো মেঘময় আকাশের বুকে।
হঠাৎ জীবনের অমৃত সুর মোহন বাঁশি বাজিয়ে পদার্পণ;
আমি হাতছানি দিয়ে ডেকেছি ;এসো হে নবীন ।
উৎফুল্লতায় পূর্ণিমার চাঁদ ভাঙ্গা ঘরের দুয়ারে;


এ যেন পরম পাওয়া;ভাষাহীন ভাষা,নির্বাক!
কথায় কথায় সময়ের ক্ষুদ্র পরিসরে আজন্ম সম্পর্ক;
শুধুই মুগ্ধতা!শুধু তাই নয়,তুমি যে সত্যিই অতুলনীয়।
আর্শীবাদের ঝর্ণাধারা হয়ে এলে ।


চৈত্রের খরায় তুমি ছায়া হয়ে রবে;
বর্ষায় তুমি ছাতা ;আর কি চাই ?বল তো!
পাশে আছো,পাশে আছি, বেশ তো !
দুঃখ,গ্লানি মুছে যাক;আসুক খুশির জোয়ার


ফুলে ফুলে ভরে যাক পৃথিবী;প্রাণে লাগুক দোলা।
সম্পর্কের মায়াজালে আচ্ছন্ন ,শুভ হোক পথচলা
যে পথে হেঁটেছেন সোনালী ডানার স্বপ্নগুলো
রবিঠাকুর কাজী নজরুল ,জসীম উদ্দিন


জীবনানন্দ দাশ;সেই পথের আলোয় ।
দিকে দিকে ছড়িয়ে পড়ুক তোমার সৃষ্টি
সবুজ ঘাসের উপর শিশিরবিন্দুর মতো স্থায়িত্বে।


বন্ধু হয়ে এলে;থেকো অন্তরালে; সারাটি জীবন!
প্রাণের বন্ধু প্রাণেতে কথা কও বন্ধু।