ওরে খোকা যাসনে একা
    ব্যথা পাবি তবে
    তুই আমার সাত রাজার ধন
    অনেক সাধনার পর,
    পেয়েছি তোকে ভবে।


    বাছা আমার চাঁদের কণা
    তুই আমার হীরা-চুন্নি-পান্না
    বুকের মাঝে আছিস তুই,
    তোর মাঝেই আমার হাসি-কান্না।


    জন্মলগ্নেই হারিয়েছিস পিতাকে
    অনেক স্বপ্ন ছিল তার,
    ডাক্তার বানাবে ছেলেকে
    আছে যত ঘটি-ভিটা
    শেষ করবো সবই তার।


    গ্রামের সবার সাথে ছিল
    তোর পিতার গভীর মিতালী
    বড় হয়ে রাখবি তার মান
    দিস’না বাবা চুন-কালি।


    খোকা বলতো মাগো
    আর কেঁদোনা,মুছো চোখের জল
    আমায় দোয়া কর দুহাত তু্লে
    অবাধ্য হবো না কভু,
    আমি বেঁচে থাকলে।


    দুঃখের সাগর পাড়ি দিয়ে
     তরী ভিড়িয়েছি ঘাটে।
    ভুলে গিয়ে খেটেছি,
     যতো মাঠে-ঘাটে।


    আজ আমার সুখের দিন
    ছেলে আমার বড় ডাক্তার
    বৃথায় যায়নি  শ্রম
    সব হারিয়ে আছি এখন,
    এ অভাগী বৃদ্ধাশ্রম।