দু,চোখ দিয়ে দেখছো শুধু
কাঁটাতারের বেড়া;
ভুল গুলো সব ভাসিয়ে দাও
কিসের এতো তাড়া?


জীবন দিয়ে জীবন দেখা
পায় না তবু সাড়া;
অচেনা সব দুঃখ গুলো
ছুটছে বাধঁন হারা।


দিবানিশি নিত্য তুমি
মন কে যে দাও নাড়া;
বৃন্দাবনে সখি নিয়ে
হও যে পাগল পাড়া।


স্বভাব তোমার প্রেমিক মনের;
সকলকে দাও সাড়া;
আড়ি কেনো পাতো তবু?
থাকো আমায় ছাড়া!


একবার যদি আসো ফিরে
আমার নিকুঞ্জ পাড়া;
মনে- শিকলে বাঁধবো তোমায় ;
দেবো যে পাহারা।