ইদানিং ফাগুনের রঙে
কল্পনার আকাশ রঞ্জিত হয় না,
বড্ড ফিকে লাগে।
ধূসরতায় বিষন্ন মনে কার্বন যৌগের
কমলা রঙের মেঘগুলো ছোঁয় না
আহত হৃদয়টাকে।


ঘিরে থাকে টাইটান নামক
শীতলতম পৃথিবীকে
সম্ভাব্য সেই দ্রবীভূত মেঘের
তৈরি ঘন সজীব আদি প্রাণরস।


ভালোবাসি তাকে যে -
এই মনাকাশের টাইটান
প্রাণশক্তির ক্যাসিনি হাইজেন।