মনেরই জলছাপে আঁকি তার মুখচ্ছবি!
বুকের জমিন কিনবো বলে
বরাদ্দ দেই একটি প্লট।
যেখানে খুঁজি প্রকৃতির অপার লীলা,
পাখির কলতান,নদীর জলতরঙ্গ,
দখিনের সমীরণ, মুক্তাকাশে গাঢ় কমলা রঙের মেঘ,
খোলা মেঘলা আকাশ,পদ্মবতীর পুকুর
যেখানে বুনোহাঁস জলের ঢেউয়ের তালে
তালে ছুটবে বিরামহীন ।


টাইটান বা চাঁদের বুকে বাঁধবো বাসা
কোনো এক পড়ন্ত বিকেলে অভিজাত লুনার হোটেলে
চায়ের চুমুকে ক্ষণিকের অনুভূতি ভাগ করবো দুজনাতে।


খোশগল্পে মেতে উঠবো ফাগুন হাওয়ায়  
কল্পনার জগতে ভাসাবো মেঘের ভেলা
হাতে হাত রেখে কাটাবো যুগ-যুগান্তর।
এতোটুকুই চাওয়া মনের দামে প্লটটি
আমি চাই-ই চাই।