দাদু আমার ভীষণ ভালো
বাসে কতো ভালো!
ভাত খাওয়াতে বললে আমায়;
ধুত্তরি ছাই!জ্বালাস আমায়?
মায়ের কাছে খাও, যাদু ধন!
যাতো সোনা এখন।


খানিক পড়ে আদর করে;
বলে সোনার চাঁদ রে।
নাতি তখন সুযোগ পেয়ে;
দাও না আমায় নাইয়ে!
হাতের ব্যথায় মরি আমি
করিস না পাগলামী।


আচ্ছা!ঠিক আছে! ঠিক আছে!
যাচ্ছি, মায়ের কাছে।
আবার এসে গলায় ধরে;
দাও না পিঠা করে!


এসেছিলাম কতো আগে?
পাইনি বেশি ভাগে।
দাদু বলে -আবার এলে ;
খাবো সবাই মিলে।


নাতি বলে ,দুষ্ট তুমি;
আসবো না আর আমি।


তবুও আবার যেতে চাই!
দাদু !তোমার কাছেই।
গাঁয়ের পথে ছুটে বেড়াই;
ঐ মধুর আবেশেই।