বন্ধু আমার সোনার খাঁচায়
উড়তে পারে না,
সকাল বিকাল ডাকি তারে
সাড়া মেলে না।


ডানা ভাঙা পাখি রে তুই
কোথায় থাকিস বল?
এই পাখাতে তোরে নেবো
আমার সাথে চল।
দূরে থাকিস কেনো রে তুই
কাছে আসিস না।


নিশীথরাতের গায়ে যখন
জোনাক পোকা জ্বলে,
এই পরাণটা জাগে তখন
তোরে দেখার ছলে।
একবার তোরে কাছে পেলে
উড়তে দিতাম না।


প্রেমের নামেই জলাঞ্জলী
দিলাম জীবনখান
তোরে পাওয়ার আশায় কাঁদে
আমার এই না প্রাণ।
ভালো যদি বাসিস আমায়
দূরে থাকিস না।