আমি দয়ার কাঙাল বন্ধু
বুকে তোমায় রাখি ;
তবু কেন কাঁদাও রে মন
ভাসাও দুটি আঁখি।।


প্রাণটা আমার ছটফট করে
তোমার ভাবনায় থাকি ;
কোথায় তুমি থাকো বান্ধব?
করুণ সুরে ডাকি।।


সাধন-ভজন কতোই করি
মন-মসজিদ-মন্দিরে
দেহতরী ভাসাই কোথা?
দেখা দাও নন্দীরে।


মাটির বাড়ি,মাটির ঘর
মাটির দেহখানি
মাটিই করবে ঝুরঝুরে
সকলেই তা জানি।


জগৎ-সংসার সাজাই দারুণ
রঙিন ফুলে ফলে ;
তবু কেন যায় গো মানুষ?
কোন সে মায়ার ছলে!