ধন্যবাদ তোমাকে।
যে আমাকে নয় আমার সত্বাকে ভালোবাসে,
ভালোবাসে গদ্যময় পৃথিবীকে;
রঙিন পৃথিবীতে সাদামাটা মানুষগুলো
জটিলতা বুঝে না, খুঁজে না কথার মারপ্যাঁচ।


যুগে যুগে যারা যেমন ছিলো, তার পরিবর্তন
ঘটাতে যেও না, কারণ তারা পরিবর্তনশীল নয়।
যথাতথা রসদ খোঁজ করো না;
ব্যর্থতা ছাড়া কিছুই পাবে না।


সত্যের পথে অবিচল গতি তোমাকে
সাফল্য এনে দেবে,তাই মিথ্যের সাথে
আপোষ করো না, কারণ মিথ্যা মিথ্যাই;
আর সত্য আকাশের মতো উচুঁ।
কেউ তাকে ছোঁয়ার স্বপ্নও দেখবে না।


হতাশার সাগরে ভাসতে ভাসতে
যখন কিনার পাবে স্বপ্নময় চোখে,
তখনই কালবৈশাখীর দমকা হাওয়া
হাতছানি দিবে।কিন্তু সত্য ভয়কাতুরে নয়।


ছলনার মায়াবী জাল কেটে মুক্তাকাশে
বিহঙ্গেরা উড়বেই,আলো আসবেই।
পাখি ডাকবেই।ভোরের আলো ফোটবেই,
পানির কলকল ধ্বনির আওয়াজে
হৃদয়ে শিহরণ জাগবেই।