দিনকেদিন ফিকে হচ্ছে
ভালোবাসাময় পৃথিবী।
ক্রমশ বিবর্ণতায় রাতের শরীরকে
আঁকড়ে ধরছে নিয়ন আলো ;
বেওয়ারিশ কুকুর গুলো ধুঁকছে
জুবুথুবু হয়ে।


বিলুপ্ত হচ্ছে কালের স্রোতে ভেসে
আসা প্রবল দাবদাহে,
এভাবেই বিলীন হবে ঘন আঁধার ভোরের
সতেজ আলোয়।
রেহাই নেই সময়ের ভাঁজে লেগে থাকা
অসচ্ছ কাঁচের বাটির টুংটাং শব্দের।


নেশায় বুঁদ হয়ে যতো ভাবনারা খেলেছিল
একে একে ধরা পড়বে-
কানা মাছি ভোঁ ভোঁ দৌড়ের পাল্লায়।
ভাঙনের ঢেউ জাগানিয়া সময় দুমড়ে
মুচড়ে পতিত হচ্ছে ধ্বংসের লেলিহান শিখায়।