খেলার জিনিস ভেঙে দিতো
আমার বাবা যদি
অশ্রুজলে ভরে যেতো
ব্রহ্মপুত্র নদী।


ছেলেবেলার শাসন গুলো
আজও মনে পড়ে
তাইতো আমার  ভীষণ রকম
প্রাণটা কেঁদে মরে।


বাবার মতো কেউ বলে না
কোথায় খোকন  সোনা!
বুকের মাঝে  আছিস রে তুই
ভরে সুখের দোনা।