ভালো করতে চাই খারাপ হয়ে যাই
সত্য বলতে চাই মিথ্যে বনে যাই,
দোষ আমারই উপকার করি তাই।


সুন্দর পৃথিবীতে সুন্দর মন
কার আছে কার নেই
ভাবিনি কখনো তবুও দুর্বিনীত সময়
হেয় করে আমায়, যদিও
,শুধুই ভালো করতে চাই।


যদি দ্বিধা আসে কভু মনে
জেনে নিও সত্যটা,
উপকার বিনে অপকার যেনো
হয় না আপন দ্বারা।  


ধরণীতে কদিন আছি কদিনই রবো?
হিসেব জানি না কেহ,
অসত্য, অশুভ ভাবনা মনে কেনো আনো!


ভালো চিন্তা করো না ভাই
খানিকটা সময়।
ভেবে যাই সারাক্ষণ তাই,
তবুও আমিই খারাপ বনে যাই
দোষটা আমারই, ভালো করতে চাই।।