দুইটাকা হলেই কবলে আনা যায় পৃথিবী
বিসর্জন দেয়া যায় সত্বাকে নিপুণভাবে
গড়া যায় নির্লজ্জ ইতিহাস মহাকালের
নিকৃষ্টদের মতোই।


বেহায়াপনায় ভরপুর লীলাময়ী নাট্যমঞ্চে
চমৎকার বিস্বাদ অভিজ্ঞতা,
বিষাক্ত কীট কীটনাশকেই মরে
সময়ের খানিকটা ফারাক মাত্র।


বেপরোয়া জীবন যেখানে অসংখ্য
অসৎ উলঙ্গ ইতিহাস নিয়ে জেগে উঠে
প্রতিটি মুহূর্ত, বিবেক যেখানে ধরা ছোঁয়ার বাইরে।
বখাটেপনার স্বরূপ দৃশ্য মুক্তমঞ্চেও।


তবুও দালালী আর পাচাটা বিষাক্ত দুপায়া
সূর্যের আলোয় দন্তপাটি শুকাতে আসে,
শাণিত করে নিশিভোর লোভীমনকে
ঘৃণা ঐ সব অমানুষের তরে।