জীবন যেন এক খেলার পুতুল
এই আছে এই নেই ভাঙে দুকূল
ভাঙা গড়ার এই যে খেলা,
  ধরায় চলছে দিবানিশি
আজকের সকাল হয় কাল বাসি।


নদীর পাড় ভাঙার শব্দ শুনি
হৃদয় ভাঙার শব্দ হয় কই!
নীরবে খুঁজি তোরে পাই না
একা একা থাকিস মন ‍তুই।
সব দুখ তোর কাছে জমা থুই।


দুখের সাথে আপোস করিস
কোনো বিলাসী  সুখের সাথে নয়
জয় করিস তারে যা কল্যাণকর হয়।