তোমরা নি কেউ দেখছ তারে
দুঃখ থাকে কই!
আলাপ করবে চলে এসো
সে যে আমার সই।


ব্যথার পাহাড় বুকে নিয়ে
চলছি নিরবধি
আমি কী আর মানুষ বলো
যেনো দুখের নদী।


চেনা চেনা মুখগুলো সব
অচিন হয়ে যায়
শুকতারাটা ডেকে বলে
সখি আয় রে আয়।


ভবের মায়া ছাড়বো যখন
যাবো চলে একা
খুঁজবে দেখো তখন আমায়
পাবে না তো দেখা।