সেই যে গেলে আমায় ফেলে
দুখ নদীর ঐ ঘাটে ;
ছুটছি ওগো দিবানিশি
স্বপ্ন বীজের হাটে।


পাড়াপড়শি কতো জনে
কত্তো কিছু যে কয় !
তুমিহীনা মনটা আমার
কেমনে বলো সয়!


দিব্যি দিয়ে বলেছিলে
বাসবে আমায় ভালো
মনের ঘরে জ্বালবে তুমি
বিমল প্রেমের আলো।


চিত্ত আমার নিত্য কাঁদে
কাঁদে আমার হিয়ে
পঙ্খীরাজে এলে না হে!
হলো না তো বিয়ে।


ফিরে এসো হৃদমাঝারে
ডকছি যে সতত;
নিকষকালো পথে আমি
ছুটছি অবিরত।