ভাবনাহীনতা বেড়েই চলেছে
খুব আনমনে ভাবতে পারি না
কোথায় যেনো আটকে গিয়েছে,
জড়তা কাটিয়ে উঠার চেষ্টা
করতে হয় না।


দেনাপাওনার হিসেব নিকেশ
বুঝি শেষ হলো আমাদের সাথে  
পৃথিবী সুস্থ হওয়ার পর
দেখা না হলেও বিরহের সুর
কানে আসবে না।


কী চমৎকার অভিজ্ঞতার
স্মৃতির ডাইরি তুলে রাখার মতো
জীবন এমনই পাওয়ার চেয়ে
না পাওয়ারই পাল্লার ভার
অতি বেশি বৈকি।