মনে কি পড়ে প্রিয়!
           সেই পরশমাখা স্মৃতিগুলো
হারিয়ে যাওয়া সেই ফেরারী সময়
           অপলক চোখের অবুঝ ভাষা গুলো।


মনে কি পড়ে প্রিয়!
           সেই রোদেলা হাসি
ঐ চাঁদবোদন মুখটা
           আজ ও হৃদে বাজায় বাঁশি।


মনে কি পড়ে প্রিয়!
           সেই বিরহের অশ্রুফোটা
যার কপালে দাওনি
           সিঁদুরেরী ফোটা।


মনে কি পড়ে প্রিয়?
          দর্শনেই বাজতো যে
   সুখময় ছন্দের সানাই,
আজ কেন এর বিপরীত
           কিছুতেই ভেবে না পাই।


মনে কি পড়ে প্রিয়?
         সজ্ঞানে দিয়েছ যে শুভঙ্করের ফাঁকি
সারাক্ষন  নির্জনে তাই
         রঙ- তুলি বিহীন ছবি আঁকি।


মনে কি পড়ে প্রিয়!
         সেই কাব্যকথার মালাগুলি,
আবার কি পাবো ফিরে?
         ঝরে যাওয়া দিনগুলি।


দাঁড়া করবো না তোমায় আজ,
           প্রেমের আদালতে,
প্রশ্ন একটাই পেরেছ কি?
           স্বর্গে জীবন সাজাতে ...