জীবন যেখানে থমকে দাঁড়ায় , সেই পথে
হাঁটি হাঁটি করে অনেকটা পথ চলেছি
অবুঝ মনের হেয়ালীতে আজ দুজন ...
মনোরঞ্জন নয় হৃদের তৃপ্তি পেয়েছি ।
যাপিত জীবন সঙ্গীতে যেমন -
কেবলই দুজনাতে সুর মিলিয়েছি ।


নিঃস্বার্থতায় গা ভাসিয়েছি সদা
মনের দামেই মন বিনিময় করেছি
আহ্বলাদে আটখানায় মনে বেজেছে
রবীন্দ্রনাথের সেই সুর -‘‘
ভালোবাসি ভালোবাসি ”
পড়ন্ত বিকেলে গীতবিতান হাতে নিয়ে
গেয়ে যায় মন-“
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ’’ ...


আবার ও কী পাবো ফিরে শিল্পকলার নাটকে !
যে নাটকে তুমি নায়ক আর আমি ...