এমন কেন ভাবছো সখা
আমায় যদি কও
কাব্য কথায় হোক না গল্প
পিছু কেন লও !


তোমরাই আমার সখা সখি
কাব্য পাতার রেশ
নিরবধি তাতে আমি
ভেজাই আমার কেশ ৷


জীবন যদি হয় গো নদী
চলবেই চিরকাল
এমনই করে কাটুুক না তাই!
সাঁঁঝ বেলার এই সকাল ৷


মনের ঘরে ঝুুলছে তালা
সুরক্ষিত যে তাই
সর্বনাশের চিন্তা মণি
দূরে থাকুক না ভাই ।


( বি :দ্র : কবিতাটি প্রিয় কবি মুহাম্মদ মনিরুজ্জামানের মন্তব্যের উত্তরে সৃষ্টি,তাই প্রিয়  কবি কে উৎসর্গ করা হল। )