সামনে কানা পিছে কানা, কানায় ভরা দেশ
চোখ থাকিতেও এমন কানা করছে বেশ বেশ!
এক যে কানা বলছে ডেকে অন্য কানাকে
দৃষ্টি আছে দেখো না ক্যান!করছে মানা কে?


দাদু কানা নানা কানা বাবাও দেখে না
দাদার দাদা নানার নানা তারাও দেখতো না,
অভিশপ্ত জীবন আমার ক্যান যে আমি দেখি!
দৃষ্টি সীমায় আছি বলেই সব লাগে মেকি।


চোখের ডাক্তার সেও কানা আইনের চোখটা বাঁধা
সকাল বিকাল গলবিলে ঢালে শুধু আদা,
বয়স থাকতেও শিক্ষক কানা করার কিছুই নাই
ব্যবসাতে  চোখ লাগে না কানটা থাকা চাই।


দেশটা কী ভাই প্রতিবন্ধী জন্মেছিল হায়!
মেধাবী সব আলু বেঁচে, পান সুপারি খায়;
পানের চুনে মুখটা পোড়ে কপালটা থাপড়ায়
অন্ধ দেশের মন্দ প্রজা দৌড় খেয়ে হাঁপায়।