আমি কার কাছে যে কই
সেথা দুখ আছে সই;
মনের ব্যথা মনে যে রয়
আমার প্রাণে না সয়।


কতো স্বপ্ন হৃদয় তলে
বুক ভেসে যায় জলে;
ভুলি তারে কেমন করে
সে রয হৃদ মাঝারে।


বন্ধু হয়ে কাছে এলে
তবু গেলে চলে;
ভালোবাসি মধুর হাসি
দুঃখ বাজায় বাঁশি।


বিমল প্রেমে আকুল হয়ে
স্বপ্নে বিভোর হয়ে;
শত্রু হয়ে গেলে চলে
গ্লানি দিলে ঢেলে।


সুখের বাঁধন গেল ছিঁড়ে;
ফিরবে না আর নীড়ে।
দুঃখটারে সাথে নিয়া
“কান্দে পরাণ ”হিয়া।