খামখেয়ালীপনায় গা ভাসিয়ে দিলে
বুঝিনা ছন্ন ছাড়া তুমি কোন আদলে,
রঙ্গমঞ্চে আর কত দিন!
নষ্ট রাজনীতি নিয়ে ব্যস্ত সারাদিন।


বাবা-মায়ের স্বপ্ন গুড়িয়ে দিলে!
এতো কিছু করে কি পেলে?
ঘরের ছেলে ঘরে ফিরে যাও-
অন্যায়-অবিচারে বড্ড লোক ঠকাও।


আজ রাজ পথে কি আছে দেখেছো?


শুধু জনতার রক্তঝরা ঘাম,
পাবে কি তারা এর দাম?
তবে হে, তোমাদের অ-নে-ক সুনাম।


যদি মাটিকে ভালোবাস-
তবে সৎ পথে এসো।
নেই কি তোমার মধ্যে বিন্দু টান?
তবে রক্ষা কর স্বদেশের সম্মান।