কবিতা যেন জীবন দর্শন ।
তাল লয় ঠিক না থাকলে ছন্দের পতন অহরহ
চলার পথে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পরে থাকা
ছান্দসিক পুরানো কোন ছন্দ কলহ ।
তা হতে পারে রাগ-অনুরাগের পালা পর্বণ।


কখনো মনে আলোর ঢেউ জাগে;
বিচ্ছুরিত হয় আলোক রশ্মি ।
আবার কখনও ফুরফুরে মেজাজ
মোনালিসার হাসি রবি ঠাকুরের গান
নজরুলের বিদ্রোহী কবিতা সবই বিষাদময় ।
জীবন এমনই হয় নিরন্তর ।


কবিতার শব্দ চরণ স্তবকের মতো
জীবনও ধাপে ধাপে ধাবমান হয় ;
সুখ বা দুখের গন্ডী ছেড়ে ভিন্ন কোন ছন্দে
পূর্ণতার স্বাদে নিজেকে ঢাকার প্রচেষ্টায় ।
কবিতার বিষয়বস্তু ভাবনা কাব্যিকতা বিশুদ্ধতা
সবই যেন জীবন দর্শন ।


সঠিক ভাবনা ছন্দ অন্ত্যমিল না থাকলে যেমন কবিতা
হাবুডুবু খেতে থাকে ছন্দহীন সমুদ্রে ,
জীবন ও সঠিক দিশা না পেলে
দুখের নদীতে হাবুডুবু খায় নিত্য ।


তাই কবিতাকেই ভালোবাসি অবিরত
যদি হয় জীবন মধুময় আর তাতে পাই জীবনের স্বাদ ।


( বি :দ্র : কবিতাটি প্রিয় কবি লক্ষ্মণ ভান্ডরীর ‘‘ কাব্য রত্নমালা সম্মান’’ কবিতায় মন্তব্য করতে গিয়ে ;এই ভাবনাটির উদয় হয় ।আমার এই সামান্য প্রয়াস খানি প্রিয় কবিকেই উৎসর্গ করলাম । )